আটক সোহেল রানা উপজেলার চরবানি পাকুরিয়া ইউনিয়নের রায়ের বাঁকাই গ্রামের জয়নালের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের দহেরপাড় এলাকায় সারের একটি গাড়ি আটক করে সোহেল রানা। পরে ভিডিও ধারণ করে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে টাকা দাবি করে। সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে হেফাজতে নেয়।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “সোহেল রানা নামে একজনকে চাঁদাবাজির অভিযোগে আটক করে ২৩ সেপ্টেম্বর দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।