প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৬:২০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৫, ২:৫৭ পি.এম
ভিডিও ধারণ করে ভয় দেখিয়ে চাঁদা দাবীর অভিযোগে কথিত সাংবাদিক আটক
স্থানীয় জনগণের হাতে আটক কথিত সাংবাদিক সোহেল রানা
জামালপুরের মেলান্দহে চাঁদাবাজির অভিযোগে সোহেল রানা (৩৫) নামে এক কথিত সাংবাদিককে আটক করেছে স্থানীয় লোকজন। পরে ৯৯৯-এ ফোন করে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এসময় উত্তেজিত জনতার তোপের মুখে ঘটনাস্থল থেকে আরও কয়েকজন কথিত সাংবাদিক পালিয়ে যায়। ভুয়া সাংবাদিক পরিচয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হয়রানি করে আসায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ জমে উঠেছিল।
আটক সোহেল রানা উপজেলার চরবানি পাকুরিয়া ইউনিয়নের রায়ের বাঁকাই গ্রামের জয়নালের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের দহেরপাড় এলাকায় সারের একটি গাড়ি আটক করে সোহেল রানা। পরে ভিডিও ধারণ করে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে টাকা দাবি করে। সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে হেফাজতে নেয়।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “সোহেল রানা নামে একজনকে চাঁদাবাজির অভিযোগে আটক করে ২৩ সেপ্টেম্বর দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
All rights reserved : Channel 11