সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলা এলজিইডির আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে ২ কিলোমিটার কার্পেটিং রাস্তার কাজ শুরু হয়। এ সময় আজিজুল হক গংরা রাস্তার মাঝখানে ঘর নির্মাণ করায় রাস্তাটির কাজ বন্ধ রয়েছে। আশেপাশে এলাকার মানুষের চলাচলে বিঘ্ন ঘটায় পড়েছে চরম বিপাকে। কোন ধরনের যান চলাচল করতে পারছে না এতে চলাচলে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রামের সাধারণ মানুষ সহ কোমলমতি শিক্ষার্থীদের।
স্থানীয় ভুক্তিভোগীরা জানান, আমরা ছোটকাল থেকে এই রাস্তাটি দেখছি, রাস্তাটিতে কারো জায়গা আছে কিনা আমাদের জানা নেই। অবৈধভাবে জোরপূর্বক রাস্তাটি বন্ধ করায় আমাদের চলাফেরা বন্ধ হয়ে গেছে। কোন যান চলাচল করছে না রাস্তাটির নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে। এতে করে আমরা চরম দুর্ভোগে পড়েছি। বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে শুরুহা করা হোক এমনটি দাবি করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে এলাকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, এ ব্যাপারে সাজিমারা গ্রামে কয়েকবার বিচার সালিশ হয়েছে কিন্তু এতে কোন সমাধান না হওয়ায় বিষয়টি গুরুতর আকার ধারণ করেছে। যেকোনো মুহূর্তে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। তিনি বিষয়টি দ্রুত সমাধানকল্পে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।