ভোলার লালমোহনে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িঘর ভাংচুর ও বসতঘর পুরিয়ে দেওয়ার হুকির অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার পূর্ব চরউমেদ ইউনিয়ন ৯ নং ওয়ার্ড ছিদ্দিক মিয়ার পুল এলাকার মালেগো বাড়িতে গতকাল (২০জুলাই) রাত আনুমানিক সাড়ে ৮টার সময় এ ঘটনা ঘটে।
জানাযায়, ঐ বাড়ির ছায়েদ মাল ও ছৈয়দ মালের সাথে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে কিছুদিন আগে এ নিয়ে উভয়ের মধ্যে মারামারি হয়। হাসপাতালে চিকিৎসার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এর ফয়সালা করে দেন। তারপরও ছৈয়দ মালের ছেলে জাকির ঢাকা থেকে ছায়েদ মালের পরিবারকে মোবাইল ফোনে হুমকি ধামকি দেয়।
গত ২০জুলাই জাকির ঢাকা থেকে বড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে ছায়েদ মালের বসতঘর ভাংচুর করা শুরু করলে ছায়েদ মালের স্ত্রী বৃদ্ধ মনোয়ারা বেগম বাঁধা দিলে জাকির তাকে মারার উদ্দেশ্যে দেশি অস্ত্র সহস্র নিয়ে তেড়ে আসলে তিনি ভয়ে দৌড়ে এসে পাশের ব্যাপারি বাড়িতে উঠেন। পরে ঐ বাড়ির লোকজনের বাঁধায় তাকে মারপিট করা সম্ভব হয়নি পরে স্থানীয় লোকজন মালেগো বাড়িতে ঘটনা শুনতে আসলে জাকির সবার সামনে প্রকাশ্যে বলে ছায়েদ মাল তার বাড়িঘর ৫ দিনের মাথায় ভেঙে না নিলে সে ঘর আগুন লাগিয়ে পুড়িয়ে দেবে এবং সে আরও বলে লালমেহনের সর্বোচ্চ নেতা তাকে ঘর পুরিয়ে দিতে বলেছে।
এঘটনায় ছায়েদ মাল ও তার পরিবারের লোকজন আতংকে রয়েছে। এমনটি জানান ভুক্তভোগী ছায়েদ মাল। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
পরে অভিযুক্ত জাকিরের নিকট ঘটনা জানতে চাইলে, তিনি সাংবাদিকদের সামনে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।