ভোলার লালমোহন পৌরশহরের বিভিন্ন জাল বিক্রেতাদের দোকান ও গুদামে যৌথ অভিযান পরিচালনা করা হয়। যৌথ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নৌবাহিনীর সদস্যবৃন্দ, উপজেলা মৎস কর্মকর্তা ও লালমোহন থানার পুলিশ সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন।
অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল আটষট্রি হাজার মিটার, বেহুন্দী জাল এক লক্ষ নয় হাজার ছয়শ মিটার, মশারী জাল বারো হাজার আটশ মিটার, রিং জাল এক হাজার আটশ মিটার, জিরো জাল একুশ হাজার মিটার, পাই জাল ছয় হাজার ছয়শ মিটার, পোয়া জাল আট হাজার মিটার সব মিলিয়ে সর্বমোট দুই লক্ষ সাতাশ হাজার আটশ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা।
এছাড়া ৪ জন ব্যবসায়ীকে মোবাইল কোর্ট এর আওতায় বিশ হাজার টাকা জরিমানা করা হয়। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।