বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গোপালপুর উপজেলা পৌর ও কলেজ শাখা ছাত্রদল কর্তৃক আয়োজিত মিছিল পরবর্তী পথসভা অনুষ্ঠিত হয় বাসস্ট্যান্ড চত্বরে।
(১৬ জুলাই) বুধবার বিকেলে অনুষ্ঠিত পথসভায় উপজেলা ছাত্রদল সভাপতি রোমান আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, শহর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজি লিয়াকত, সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, বিএনপি নেতা এহসানুল হক চৌধুরী ওপেল প্রমূখ।
গোপালপুর গোহাটা ময়দান থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা ছাত্রদল সম্পাদক মোঃ হিরা। সভায় বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন।।