মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ প্রাঙ্গণে এসব সার-বীজ বিতরণের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ।
২০২৪-২০২৫ অর্থ বছরের খরিফ/২(২০২৫- ২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে রোপা আমন ধান বীজ, মরিচ হাইব্রিড বীজ, উফশী জাতের শাক সবজির বীজ এবং রাসায়নিক সার লালমোহন উপজেলার ৪২০০ জন ধান চাষির মাঝে ধানের বীজ ও ১০ কেজি করে সার, ৯০ জন সবজি চাষির মাঝে বীজ ও ৫ কেজি করে সার ও ৪০০জন মরিচ চাষি মাঝে বীজ ও ৫ কেজি সার বিতরণ করা হবে।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবু হাসনাইন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রকিবুল হাসান নিটোল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মেহেদি হাসানসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।