আজ বিকেলে চরমোনাই পীর মুফতি রেজাউল করীমের সান্নিধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্বশীলদের হাতে যোগদানের ঘোষণা দেন।
এর আগে গতকাল তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতির পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেন।
ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারী জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পাওয়ায় তিনি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বেছে নেন।
তার বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নে। এসব তথ্য তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন
