
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ চলমান রয়েছে।
২নভেম্বর (রবিবার) দুপুরে উপজেলা যুবদলের উদ্যোগে মাদারগঞ্জ এ.এইচ.জেড সরকারি কলেজ ও এ.এম. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অর্ধশতাধিক চারা রোপণ করা হয়। এর আগে চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল ও বালিজুড়ী ইউনিয়নের চর নাদাগাড়ী এলাকায় আরও ২৫০টি চারা রোপণ সম্পন্ন হয়।
বৃক্ষরোপন কার্যক্রম শুভ উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস।
এ সময় চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, পৌর বিএনপির সহ-সভাপতি মাজেদ মোল্লা, জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদার, পৌর বিএনপির ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক লুৎফর রহমান খান, কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজু মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাত্রদলের সাবেক সভাপতি মোখলেছুর রহমান মোখলেস বলেন জাতীয়তাবাদী যুবদল সবসময় জনগণের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন এ কর্মসূচির অংশ হিসেবে দুই হাজার বৃক্ষরোপণ, ক্যান্সার ও দুর্ঘটনায় আহতদের আর্থিক সহায়তা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও চোখের অপারেশন, মাছের পোনা অবমুক্তকরণ, পরিচ্ছন্নতা অভিযান এবং খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
মন্তব্য করুন