
“মানুষ মানুষের জন্য” এ উক্তিটাকে মনে ধারণ করে মানুষের পাশে দাড়ান, প্রতিবেশীদের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিন। নাম শিরিনা বেগম (৩৬) স্বামী মো: শাহাবুদ্দিন(৪৫) দুই ছেলের জননী তিনি। বড় ছেলে নিহাদ (১৪) এবং ছোট ছেলে জুবায়ের (১১) স্বামীকে নিয়ে তাঁর ছিল সুখের সংসার।
দীর্ঘ দিন যাবত পেটের পীড়া ও ডায়েবিটিস নিয়ে বুকতেছেন। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়ে কোন উপকৃত হননি। তার চিকিৎসা খরচ চালাচ্ছেন তার স্বামী। দীর্ঘদিন ধরে অসুস্থতার সাথে লড়তে লড়তে একটি সচ্ছল মধ্যবিত্ত পরিবার আজ নিঃস্ব। যে মানুষটি একসময় বিভিন্ন মানুষের বিপদে আপদে সবার আগে সাহায্যের হাত বাড়াতেন, তাঁর চিকিৎসা ব্যয় ও সংসার চলে এখন অন্যের সাহায্য সহযোগিতায়।
ভোলার লালমোহন পৌরসভা ৮নং ওয়ার্ড উত্তর বাজার ব্রিজ সংলগ্ন কালাম চৌধুরীর বাসায় ভাড়া থাকেন এ পরিবার। এপর্যন্ত প্রায় ৮ লাখ টাকা মত শেষ হয়েছে।
বর্তমান ব্যয়বহুল চিকিৎসা ও প্রতিদিনে ১৮শত টাকার মত ঔষধের ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তার উপর বিভিন্ন পরীক্ষা আর হাসপাতালে ছুটতে ছুটতে তাঁর পরিবার এখন ক্লান্ত। তবুও তাঁর পরিবার স্বপ্ন দেখে শিরিনা বেগমকে সুস্থ করে ঘরে ফেরার।
তাই সমাজের সকল বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের কাছে তার পরিবার সাহায্যের আবেদন করে বলেন, আপনারা যারা ভাল আছেন তাঁদের কাছে মিনতি আমি বাধ্য হয়ে আপনাদের কাছে সাহায্য চাই। আমার স্ত্রীর জীবন বাঁচাতে আপনারা সাহায্য করবেন।
(আপনারা চাইলে রোগীর স্বামীর সঙ্গে কথা বলতে পারেন এবং শিরিনা বেগমকে দেখতে পারেন।)
রোগীর স্বামীর বিকাশ ও নগদ নম্বর – ০১৩৩৪৪১৭০০২।
মন্তব্য করুন