
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে বালিজুড়ী হাইস্কুল মোড় দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে বালিজুড়ী বাজার প্রদক্ষীন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পোর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া সহ যুবদলের নেতৃবৃন্দ ।
সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম রুনু ও সঞ্চালনায় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান সাকু। এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি সহ যুবদলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন নেতৃবৃন্দরা।
মন্তব্য করুন