
জামালপুরের মেলান্দহে অবৈধভাবে সাবলীজ নিয়ে জলমহল দখল ও তীরবর্তী জেলেদের নানামুখী হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
“জলমহল বাঁচাও, জেলেদের অধিকার ফিরিয়ে দাও”—এই স্লোগানে বুধবার উপজেলার ফুলকোঁচা ইউনিয়নের গোদা ডাঙা বিলের তীরে মানববন্ধনে অংশ নেন তীরবর্তী জেলে ও অসহায় পরিবারগুলো।
অভিযোগ উঠে আসে, ইজারা নীতিমালা লঙ্ঘন করে সাবলিজের মাধ্যমে জলমহল অবৈধভাবে দখল করা হয়েছে। এ ছাড়া স্থানীয় জেলেদের বিরুদ্ধে পুলিশি হয়রানি ও মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলেও মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন।
তীরবর্তী লোকজন ও জেলে পরিবারের উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে কার্ডধারী জেলে পরিবারসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অবৈধ দখলদারদের উচ্ছেদ করে গোদা ডাঙা বিলকে তীরবর্তী প্রকৃত জেলেদের কাছে ইজারার মাধ্যমে সুষ্ঠু মৎস্য আহরণের পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান।
মন্তব্য করুন