
চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পের ফেইজ–২ এর আওতায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভা ১৭ নভেম্বর ২০২৫ ইং (সোমবার) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব ও সমাজসেবা অফিসার মোঃ আরিফুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভুইঞা, নাংলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কিসমত পাশা, মেলান্দহ প্রেসক্লাব সভাপতি ও সাংবাদিক আজম খান, ইউনিয়ন সমাজ কর্মী মোঃ ইমরান হোসেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সচিবগণসহ সুশীল সমাজের অন্যান্য প্রতিনিধিবৃন্দ।
সভায় শিশু সুরক্ষায় সরকারের বিভিন্ন চলমান ও নানামুখী প্রকল্প নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। পাশাপাশি উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও এ বিষয়ে সকলের সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করা হয়।
মন্তব্য করুন