
সোনালী আশেঁর সোনার দেশ পরিবেশ বান্ধব বাংলাদেশ এ প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জে পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর মাদারগঞ্জ এর আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ উদ্বোধন করেন এসিল্যান্ড রাসেল দিও। প্রধান অতিথির বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) দিলরুবা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাবিবুর রহমান, জেলা পাট উন্নয়ন অফিসার আকরাম হোসেন। জেলা পরিদর্শক আব্দুল জলিল প্রমুখ।
সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা তাহমিনা ইয়াসমিন।
পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধনী) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ৭৫ জন পাটচাষী প্রশিক্ষণে অংশগ্রহন করেন।
মন্তব্য করুন