
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জামালপুরের মাদারগঞ্জে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার বিকালে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য র্যালিটি বালিজুড়ী বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এরপূর্বে বালিজুড়ী এস এম ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটি সদস্য আল আমিন তালুকদার, পৌর বিএনপির সহ সভাপতি মাজেদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান, চর পাকেরদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বপন,যুবনেতা রফিকুল ইসলাম রফিক ও মিজান মোল্লা সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার কর্মী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি মোখলেছুর রহমান মোখলেস ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন এবং আগামী দিনে যুবদলের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান ।
মন্তব্য করুন