
ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে “২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা”-তে ২য় স্থান অর্জনকারী মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করে মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব কিসমত পাশা, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের মহাসচিব ইঞ্জিনিয়ার রাশেদুল হক শেলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভুইঞা, একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল কবির শ্যামল তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান তালুকদার,পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ রেজাউল করিম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সাফল্যে গর্ব প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের আহ্বান জানান।
পরে বিজয়ীদের হাতে ১ লক্ষ টাকা নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেন অতিথিবৃন্দ।
মন্তব্য করুন