তারেক রহমানের ৩১ দফা দাবি নিয়ে জনগণের দ্বারে দ্বারে বিএনপি নেতা রুবেল - Channel 11
তৌহিদুর রহমান, ঝিনাইগাতী, শেরপুর
৩ নভেম্বর ২০২৫, ৬:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের ৩১ দফা দাবি নিয়ে জনগণের দ্বারে দ্বারে বিএনপি নেতা রুবেল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। তার সঙ্গে রয়েছেন তার সহধর্মিনী ফরিদা হক দিপা।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও সুশাসনভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই এই তৃণমূল যোগাযোগ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল ও তার সহধর্মিনী ফরিদা হক দিপা ইতোমধ্যে শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ শুরু করেছেন। তারা বিভিন্ন এলাকায় গণসংযোগ, নারীদের নিয়ে উঠান বৈঠক, স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়সহ লিফলেট বিতরণ করছেন। এসব কর্মসূচিতে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা হচ্ছে, দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন এ দম্পতি। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধান শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন তারা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য রুবেল ও তার সহধর্মিনী দিপা’র নিয়মিত গণসংযোগে মানুষের ব্যাপক উপস্থিতিতে দলের নেতা-কর্মীসহ স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

জানা গেছে, প্রতিদিন দুপুরের পর থেকে মধ্যরাত পর্যন্ত একেবারে প্রত্যন্ত গ্রামে গ্রামে মানুষের ঘরে ঘরে গিয়ে কথা বলছেন, মানুষের সমস্যার খোঁজখবর নিচ্ছেন ও শুনছেন তাদের অভাব-অভিযোগ। স্থ’ানীয় বিএনপি নেতাকর্মীরাও তাদের এ প্রচেষ্টায় উজ্জীবিত হয়ে মাঠে সক্রিয় হয়েছেন। এই কার্যক্রমের মাধ্যমে সংগঠনের ভেতরে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

কাংশা ইউনিয়নের তাওয়াকুচা এলাকার ফটিক চাঁন বলেন,‘রুবেল সাহেব শুধু নেতা নন, উনি আমাদের ভাইয়ের মতো। তিনি দুঃসময়ে পাশে থাকেন, এটাই বড় ব্যাপার।

ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী ও মানবাধিকারকর্মী মো. আলমগীর হোসেন বলেন, ‘এমন সরাসরি জনগণের সংস্পর্শে থাকা রাজনীতির মূল চেতনায় ফিরে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। তাদের এমন জনসমপৃক্ততার কারণে রুবেল ভাই ভবিষ্যতের রাজনীতিতে আরও বড় ভূমিকা রাখতে সক্ষম হবেন।’
শ্রীবরদী উপজেলা বিএনপি’র সাবেক আহŸায়ক মো. আব্দুর রহিম দুলাল বলেন, ‘সাবেক সংসদ সদস্য রুবেল ও তার সহধর্মিনী দিপা’র ধারাবাহিক গণসংযোগে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এমন উদ্যোগে শেরপুর-৩ আসনে বিএনপির সংগঠনকে আরও শক্তিশালী করবে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য রুবেলের সহধর্মিনী ফরিদা হক দিপা বলেন,‘আমরা ঘরে ঘরে যাচ্ছি নারী সমাজ, তরুণ ভোটার ও সাধারণ মানুষের কথা শুনতে, তাদের পাশে দাঁড়াতে এবং বিএনপি’র ভিশন জানাতে। বিএনপি’র ৩১ দফার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন তারেক রহমান। জনগণ পরিবর্তন চায়, আমরাও সেই পরিবর্তনের পক্ষে।

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, ‘তারেক রহমানের ৩১ দফা শুধু বিএনপি’র নয়। এটি বাংলাদেশের মানুষের মুক্তির রূপরেখা। জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই দাবিগুলো বাস্তবায়ন করতে চাই। বর্তমানে এই দেশের মানুষ আজকে দুঃসময় পার করছে। তাদের পাশে থাকা, কথা বলা, আশা জাগানোটাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহ উপজেলা শিশু কল্যাণ বোর্ড সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

মেলান্দহে স্বচ্ছতার মাধ্যমে গ্রামপুলিশ নিয়োগ পরীক্ষা সম্পন্ন, নির্বাচিত ১৯ জনের রোল নম্বর প্রকাশ

লালমোহন পৌরসভায় রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন

ইসলামপুর প্রকল্পের উন্নয়ন কাজ থেকে বঞ্চিত চরপুটিমারী ইউনিয়নবাসী

মাদারগঞ্জে গ্রাহকদের টাকা উদ্ধারে সরকারি অফিস বন্ধ করে দিনব্যাপী অবস্থান কর্মসূচী 

ঝিনাইগাতী বাজার বড় মসজিদের স্থাপন কাজের অনিয়ম প্রসঙ্গে সংবাদ সম্মেলন

মহালছড়িতে মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২ তম মৃত্যুবার্ষিকী পালিত

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হোন- শামীম তালুকদার

লালমোহনে পুকুর থেকে পরিচ্ছন্নকর্মীর লাশ উদ্ধার

১০

মাদারগঞ্জে পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

১১

সরকারি কর্মকর্তা হয়েও বিএনপি সমাবেশে, ফেসবুকে পোস্ট দিয়ে সমালোচনার ঝড়

১২

শেরপুরে জাল নোট চক্রের সদস্য গ্রেফতার, জাল নোট উদ্ধার

১৩

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুবনেতা মোখলেস এর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী

১৪

নির্বাচিত হলে জাহানপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরিত করব- কামাল উদ্দিন

১৫

মাদারগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

১৬

লালমোহনে মৎস্যজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

সরিষাবাড়ীতে বিএনপি’র জনসভা অনুষ্ঠিত, ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ নেতাকর্মীরা

১৮

ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৯

মেলান্দহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও পথসভা

২০