
জামালপুরের মাদারগঞ্জে মহিষ পালনে খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা- ২ টায় উপজেলা কৃষি অফিসের সেমিনার কক্ষে মহিষ পালনে পুষ্টি,প্রজনন ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রযুক্তির ব্যবহার এ খামারী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর/২৫ পর্যন্ত ৩ দিন ব্যাপী প্রায় ৫০ জন খামারী এ প্রশিক্ষণে অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআর আই) মহাপরিচালক ড. শাকিলা ফারুক।
বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বি.এল.আর.আই) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রেজিয়া খাতুন, জামালপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ছানোয়ার হোসেন, প্রকল্প পরিচালক ড. গৌতম কুমার দেব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রিজভী আহম্মেদ, বৈজ্ঞানিক কর্মকর্তা ও কোর্স সমন্বয়ক উত্তম কুমার বালা উপস্থিত ছিলেন।
পরে খামারীদের মাঝে ব্যাগ ও সম্মানি প্রদান করা হয়।
মহিষ গবেষণা ও উন্নয়ন ( ১ম সংশোধিত) প্রকল্প। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট সভার ঢাকা এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সহযোগিতায় ছিলো উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, মাদারগঞ্জ।
মন্তব্য করুন