
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সার ব্যবস্থাপনা সহকারী পরিচালক, মেলান্দহ কার্যালয়ে কর্মরত শ্রমিকরা উপসহকারী কাম স্টোর কিপার আশরাফুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন। বুধবার (২৯ অক্টোবর) বেলা ১২টার দিকে সার গোডাউন চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় গোডাউনে গিয়ে শেষ হয়।
শ্রমিকরা অভিযোগ করেন, বরাদ্দকৃত সার নির্ধারিত গুদামে না এনে আশরাফুল ইসলাম বাহির থেকেই ডিলারদের কাছে সরাসরি সার পাঠিয়ে দেন। এতে সরকারি নিয়ম লঙ্ঘনের পাশাপাশি শ্রমিকদের নিয়মিত কাজ ব্যাহত হচ্ছে। তারা আরও বলেন, আশরাফুল ইসলাম শ্রমিকদের দিয়ে গুদাম পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো কাজ করান, বস্তায় কম সার দেওয়া, পচে যাওয়া সার জোরপূর্বক ট্রাকে লোড দিতে বাধ্য করা এবংটিএসপি, ডিএপি ও এমওপি সারে প্রতি বস্তায় ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত অবৈধভাবে আদায়ের মতো কর্মকাণ্ডে লিপ্ত আছেন।
শ্রমিকরা অভিযোগ করেন, এসব অনিয়মের প্রতিবাদ করতে গেলেই তাদেরকে পুলিশ দিয়ে হয়রানির হুমকি দেওয়া হয়। একজন শ্রমিক বলেন, “আমরা পরিশ্রম করি, কিন্তু আমাদের সঙ্গে এমন আচরণ মানা যায় না। যারা অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলে, তাদের ভয় দেখানো হয়।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত উপসহকারী কাম স্টোর কিপার আশরাফুল ইসলাম অভিযোগগুলো অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। স্থানীয় এক নেতা ব্যক্তিগত স্বার্থে আমার বিরুদ্ধে শ্রমিকদের উস্কে দিচ্ছেন।” তিনি দাবি করেন, ওই নেতার চাঁদা দাবির অডিও তার কাছে রয়েছে, তবে প্রমাণ হিসেবে কোনো অডিও দেখাতে বা শুনাতে পারেননি।
সহকারী পরিচালক শওকত আলী বলেন, “শ্রমিকদের কিছু দাবি-দাওয়া নিয়ে গতকালই (২৮ অক্টোবর) বিকেলে কথা হয়েছে। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি, খুব শিগগিরই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্র জানায়, মেলান্দহ বিএডিসি সার গোডাউনের কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অনিয়মের অভিযোগ উঠছে। ডিলারদের মধ্যে কেউ কেউ গোপনে অতিরিক্ত সুবিধা পাচ্ছেন, আবার কেউ বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ শোনা যায় হরহামেশাই। সাম্প্রতিক শ্রমিক বিক্ষোভ সেই অনিয়মের চিত্র আবারও উন্মোচন করল।
তবে কৃষক ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় গোডাউনের সার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে দ্রুত তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া জরুরি।
মন্তব্য করুন