
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর লালমোহন উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) রাতে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটিতে অধ্যক্ষ শাহ গোলাম মাওলাকে প্রধান সমন্বয়কারী করা হয়েছে এবং যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম. আমিনুল ইসলাম মিশু, আমজাদ হোসেন খাঁন, আহসান উল্লাহ সেলিম, অধ্যাপক কাজী মো. মহিবুল্লাহ, মো. সামছুল আলম দুলাল, মোশারফ হোসেন ফরহাদ, নাছিমা বেগম, মো. ছানাউল্লাহ ও জাকির হোসেন জুয়েল।
এছাড়া ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন—
মো. নুরে আলম সিরাজ, মো. মনির, মো. লোকমান পাটোয়ারী, মো. নুরে আলম, প্রভাষক অরুফ কুমার দাস, মো. হোসেন মেলেটারি, মাও. মিজানুর রহমান, মো. মাকসুদুর রহমান, মো. কাঞ্চন সরদার, মো. সিরাজ মিয়া, আব্দুল কাদের মেম্বার, এমরান হোসেন অভি, প্রভাষক মো. কামরুল ইসলাম, মো. কামাল, মো. হারুন-অর-রশিদ, মো. সিরাজ, মো. আবু সাঈদ, ফারজানা আক্তার বিথী, মো. শরিফ, মো. নাজিম উদ্দিন নয়ন ও মো. ইব্রাহিম খলিল।
সংগঠনটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত আগামী তিন মাস এই সমন্বয় কমিটি দায়িত্ব পালন করবে।
মন্তব্য করুন