
প্রায় দেড় যুগ পর কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপি’র নিজস্ব কার্যালয়ে দলীয় কার্যাক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা বিএনপি’র আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্ধোধন করেন।
জানা গেছে, ২০০৭ সন থেকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপি’র নিজস্ব কোন দলীয় কার্যালয় নেই। ফলে দলীয় নেতাকর্মীর ব্যবসা প্রতিষ্ঠান বা অন্যের ঘরে দলীয় কার্যক্রম চলে আসছিল। গত ২৭সেপ্টেম্বর ধারাবাহিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপি’র আহবায়কের পদ হারান আনিছুর রহমান। এরপর ভারপ্রাপ্ত উপজেলা বিএনপি আহবায়ক এডভোকেট শফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর দুই সপ্তাহের মধ্যে উপজেলা সদরের থানা রোডে উপজেলা বিএনপি কার্যালয়ের জন্য একটি কক্ষ ভাড়া গ্রহণ করেন। বৃহস্পতিবার দুপুরে ওই কক্ষে উপজেলা বিএনপি’র কার্যালয়ের উদ্ধোধন করা হয়
এসময় উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক এডভোকেট শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে কুড়িগ্রাম জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ ও বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সহকারি অধ্যাপক হাসিবুর রহমান হাসিব সহ জেলা ও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ বক্তব্য দেন।
মন্তব্য করুন