
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কর্মসূচী’র অংশ হিসেবে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনায় মাদারগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে ১ নং চরপাকেরদহ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তেঘরিয়া বাজার এলাকায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শাহ মোঃ মজনু ফকিরের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনায় লিফলেট বিতরণ করা হয়।
জামালপুর-৩ আসনে ৯০এর কেন্দ্রীয় ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বাবুল কে বিজয়ী করার লক্ষ্যে এ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপজেলা বিএনপির সদস্য ১ নং চরপাকেরদহ ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফি ও সাবেক সাধারণ সম্পাদক মোহাইমিনুল ইসলাম বিপুল, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান ফকির, কোষাধ্যক্ষ আছাদ ফকির, সদস্য শাহ মিজানুর রহমান রাজু, ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ রাঙ্গা, সহ সভাপতি শাহিন সহ ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ইউনিয়ন বিএনপির সদস্য সাইফুল ইসলামের বাড়ীতে মধ্যাহৃভোজে অংশ নেয় নেতাকর্মীরা।
মন্তব্য করুন