খাগড়াছড়ির মহালছড়িতে জুম্ম ছাত্র জনতার ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। শনিবার সকাল থেকে হরতালের সমর্থনে স্থানীয়রা সড়কে গাছের ডাল, বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে মহালছড়ি-খাগড়াছড়ি ও মহালছড়ি-রাংগামাটি সড়কে অবরোধ সৃষ্টি করে। উপজেলার কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
হরতালের কারণে সকাল থেকে মহালছড়ি উপজেলা সদর ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দূরপাল্লার বাস ছাড়াও স্থানীয় সিএনজি, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচল করেনি। দোকানপাট আংশিক খোলা থাকলেও জনজীবনে হরতালের প্রভাব স্পষ্ট ছিল।
উল্লেখ্য গত ২৪ সেপ্টেম্বর ( বুধবার) খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় ৮ম শ্রেণীর এক জুম্ম শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় বিচারের দাবিতে জুম্ম ছাত্র জনতার ডাকে খাগড়াছড়ি জেলায় এই হরতাল পালন করা হয়।