রোববার বিকেলে উপজেলার উত্তর গুনারীতলা সুলতান মাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিজ্ঞান ক্লাস চলাকালে হঠাৎ ছাদের ভীমের পলেস্তারা ভেঙে পড়ে শিক্ষার্থী সাঈম (১২) ও ইয়াসিনের (১২) ওপর। এতে সাঈমের বাম হাতের হাড় ফেটে যায় এবং ইয়াসিন মাথায় আঘাত পায়।
আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়। দুর্ঘটনার পর সোমবার ওই শ্রেণিকক্ষে কোনো শিক্ষার্থী উপস্থিত ছিলেন না।
প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ জাহান বলেন, “ঘটনার পরই উপজেলা ও সহকারী শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি। বিদ্যালয় ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ, নতুন ভবনের জন্য আবেদন করা হয়েছে।”
উপজেলা শিক্ষা অফিসার নূরুল আমিন জানান, “ইঞ্জিনিয়ারসহ ঘটনাস্থল পরিদর্শন করা হবে। ভবনটি ব্যবহার অনুপযোগী হলে পরিত্যক্ত ঘোষণা করা হবে।”