গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতন রোধে সাংবাদিক/ নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের দাবিতে জামালপুরের মাদারগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে মাদারগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি (আজকালের খবর) মোহাম্মদ আলী জিন্নাহ, সহ সভাপতি (সংগ্রাম) আব্দুল আজিজ জামালী, সাধারণ সম্পাদক (ভোরের ডাক) রফিকুল বারী, যুগ্ম সম্পাদক (সকালের সময়) কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক (ঢাকার ডাক) তারিকুল ইসলাম, (কালবেলা) সাংবাদিক আকন্দ সোহাগ, অর্থবিষয়ক সম্পাদক (সংগ্রাম প্রতিদিন) রিয়াজুল ইসলাম মুসা, সদস্য (নিউজ-২১) মাজহারুল ইসলাম মিন্টু (মুক্তকাল), আব্দুর রহিম, (স্বাধীন কাগজ) ইউসুফ আলী প্রমূখ।
এ সময় মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা একটি ভয়াবহ ও ন্যাক্কারজনক ঘটনা, যা কোনোভাবেই স্বাধীন ও গণতান্ত্রিক দেশে মেনে নেওয়া যায় না। এই হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে হত্যাই নয়, এটি মুক্ত গণমাধ্যম ও গণতান্ত্রিক চর্চার ওপর সুস্পষ্ট আঘাত। গাজীপুরের সাংবাদিক তুহিন ও বকশিগঞ্জে নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান।