পোরশায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপির বিজয় মিছিল। আজ সকাল ১০টা ৩০ মিনিটে নিতপুর ইউনিয়নের জিরোপয়েন্ট সংলগ্ন কপালী মোড়ে এ বিজয় মিছিলের আয়োজন করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন পোরশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ তৌফিক শাহ্ চৌধুরী। তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লায়ন মোঃ মাসুদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আজাহার আলী এবং যুবদলের সাবেক নেতা মোঃ আবুল কালাম আজাদ। মাননীয় সংসদ সদস্য, সাবেক ডাক্তার মোঃ ছালেক চৌধুরীর অনুপস্থিতিতে এই বিজয় মিছিলে আনুমানিক ৮ থেকে ৯ হাজার লোকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
মিছিলটি কপালী মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে মিলনায়তনে “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ তৌফিক শাহ্ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন মোঃ মাসুদ রানা। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আজাহার আলী, ৫ নং ঘাটনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান শাহ্, সদস্য মোঃ মোজাহারুল ইসলাম শাহ্, যুবদল নেতা মোঃ আবুল কালাম আজাদ, মোঃ ইব্রাহিম হোসেন, যুবদলের আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন চৌধুরী, ছাত্রদল নেতা মোঃ শাহ্জামান, মোঃ সালাউদ্দিন আহমেদ, যুবদল নেতা মোঃ আব্দুল জব্বার, জহির রায়হান (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, পোরশা সরকারি কলেজ শাখা), এবং মোঃ আনোয়ার হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা মোঃ আব্দুল রাকিব।