এই অর্জন উপলক্ষে আজ রাতে জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে এক ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভার আয়োজন করা হয়। জামালপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল।
সভাটি সঞ্চালনা করেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। এতে আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক বজলুর রহমান, সিনিয়র সাংবাদিক মোস্তফা মনজু, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তুফানসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভা শেষে সাহসী সাংবাদিকতার সম্মাননায় ভূষিত হওয়ায় মিঠু আহমেদকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন প্রেসক্লাবের কর্মকর্তা, সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে জামালপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।