মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে ভোলার লালমোহন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন শিল্পী বেগম নামের এক নারী।
লিখিত বক্তব্যে তিনি বলেন গত ২৫ তারিখ তাকে দিয়ে একটি কুচক্রি মহল লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান বাবুল পাটওয়ারির নামে জোরপূর্বক মিথ্যা,বানোয়াট ভুল ব্যাখ্যা ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ( ৩১ জুলাই) দুপুরে লালমোহন প্রেসক্লাবে শিল্পী বেগম নিজে’ই উপস্থিত হয়ে, সংবাদ সম্মেলনের মাধ্যমে যারা এই ভুল তথ্য রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান। এসময় উপস্থিত ছিলেন, লালমোহন প্রেসক্লাবের আহবায়ক মোঃ সোহেল আজিজ শাহীন, সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম হাওলাদার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।