জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের নিমিত্তে উপজেলা টাস্কফোর্স কমিটি ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ (যমুনা) সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কোর্স পরিচালক ও উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, এনজিও প্রতিনিধি জাহিদ হাসান, ফায়ার সার্ভিস স্টেশন প্রতিনিধি রইছ উদ্দিন, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ।
এর পূর্বে ভিডিও প্রদর্শনী উপস্থাপন করেন মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টর আব্দুর রহমান।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।