“স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ,, এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাট ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুলাই (রবিবার) সকাল ১০ টায় স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতি আয়োজনে বাংলাদেশ হেলথ ওয়াচ এর সহযোগিতায় আয়োজিত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ক্যায়াংঘাট ইউপি চেয়ারম্যান রুপেন্দু দেওয়ান, ইউপি সদস্যসহ ক্যায়াংঘাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সেবাকেন্দ্রের কর্মকর্তা কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, জাবারাং কল্যাণ সমিতি ও স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য এবং গণমাধ্যম কর্মীরা।
আলোচনার সভায় গুরুত্বপূর্ণ বিষয় ছিলো মাইসছড়ি ক্যায়াংঘাট সড়ক থেকে পরিবার কল্যাণ কেন্দ্রের সংযোগ সড়ক ও সিঁড়ি নির্মাণের উদ্যোগ গ্রহণ, ডেলিভারি সেবা সার্বক্ষনিক চালু রাখার জন্য সোলার প্যানেল/ জেনারেটর ব্যাবস্থা করা, কেন্দ্রের সীমানা ওয়াল নির্মাণের পদক্ষেপ গ্রহণসহ কেন্দ্রে বর্তমানে যে ঔষধ সরবরাহ বন্ধ রয়েছে তা চালু করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া।