জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ, সমাজ সেবা কর্মকর্তা এখলাস মিয়া, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, শহীদ ইমনের ছোট ভাই হাফেজ সুজন মিয়া, শহীদ হৃদয়ের ছোট বোন জেসমিন আক্তারসহ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
কৃতি শিক্ষার্থী ফারিয়া জাহান মুন এর উপস্থাপনায় এসময় বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থী, অভিভাবক ও রাজনীতিবিদরা অংশ নেন ।
কেন্দ্রের সাথে একযোগে সবাই শপথ গ্রহণ করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।