জামালপুরের মাদারগঞ্জে চরপাকেরদহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
মানবতা ও আর্দশ সমাজ গঠনে আমাদের বাংলাদেশ” তারুণ্যের অহংকার তারেক রহমানের এ স্লোগানে শুক্রবার বিকাল ৪ টায় নিশ্চিন্তপুর আলীম মাদ্রাসা মাঠে এ বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয় ।
১নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদারের সভাপতিত্বে ও মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিল্লাত সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও ছাত্রদলের সাবেক সফল সভাপতি মোখলেছুর রহমান মোখলেস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোরাদুজ্জামান মুরাদ, বিএনপি নেতা দুলু সরকার, ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি বাবুল মিয়া ও সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লা, ইউনিয়ন বিএনপি নেতা মুকুল মিয়া, ছাত্রদলের সাবেক সভাপতি সুজন মিয়া, মাদারগঞ্জ এ,এইচ, জেড সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক শামিম আহমেদ প্রমুখ।
এ সময় ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আনোয়ার হোসেন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে অত্র মাদ্রাসা প্রাঙ্গনে ফলদ,বনজ এর চারাগাছ রোপন করেন অতিথিবৃন্দরা।