মহালছড়ি সেনা জোনের মেডিকেল টীম এসব রোগীদের চিকিৎসা সেবা দেন। প্রায় ৪২জন রোগীকে নানা বিষয়ের উপর চিকিৎসা ও বিনামুল্যে ঔষধ প্রদান করেন।
মহালছড়ি সেনা জোন এর আরএমও ক্যাপ্টেন অতনু বিশ্বাস রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।
রোগীদের মাঝে বেশির ভাগ রোগী ছিলেন চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা এবং দাঁত ব্যথার।