শনিবার (১৩ জুলাই ২০২৫) রাত ৮টা ২০ মিনিট থেকে ৯টা ১০ মিনিট পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মেলান্দহ বাজার থেকে শুরু হয়ে মিছিলটি বাজার প্রদক্ষিণ করে উপজেলা কমপ্লেক্সের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। মিছিল ও বিক্ষোভে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি জামালপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মোঃ শাহিদুর রহমান সম্রাট, মোঃ খলিলুর রহমান লিটন, সদস্য মোঃ আব্দুর রউফ বকশিগঞ্জ উপজেলা সমন্বয় কমিটির ১নং সদস্য সালাউদ্দিন মন্ডল প্রাইস, ইসলামপুর উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মোঃ জুবায়দুর রহমান, সেল সম্পাদক ও আহবায়ক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সাবেক সদস্য মোঃ ওয়াসিমুল সামি, যুগ্ম সদস্য সচিব আমিনুল ইহসান, উপজেলা জাতীয় নাগরিক পার্টির সমর্থক রাসেল, মাশরাফি, ফাহিম হাসান লাদেন জুবায়েরসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা বলেন, “একজন নিরীহ ব্যবসায়ীকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা মানবতাবিরোধী অপরাধ। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দ্রুত বিচার দাবি করি।”
প্রতিবাদ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও এলাকাজুড়ে ছিল সচেতনতার স্পষ্ট বার্তা। বক্তারা আরও জানান, এই আন্দোলন অন্যায়-অবিচারের বিরুদ্ধে একটি গণজাগরণ সৃষ্টির চেষ্টা মাত্র।