শনিবার (১৩ জুলাই ২০২৫ খ্রি.) বিকেল ৪টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচি চলে। এতে স্থানীয় নেতাকর্মীসহ প্রায় ৩০০ থেকে ৩৫০ জন উপস্থিত ছিলেন।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মুস্তাফিজুর রহমান বাবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল কবির মঞ্জু, মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সদস্য সংগ্রহ ও নবায়ন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়া। সৎ, যোগ্য এবং দলের জন্য নিবেদিতপ্রাণ কর্মীদের গুরুত্ব দিয়ে সদস্য অন্তর্ভুক্তির আহ্বান জানান তাঁরা।