আজ রবিবার বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস ও ওয়েব ফাউন্ডেশন যৌথভাবে এ সভার আয়োজন করে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমার ইউনিয়নে কাজ করতে যে সকল সহযোগিতার দরকার সর্বাত্মক সহযোগিতা করতে আমরা প্রস্তুত তিনি আরো বলেন এনএসএস যেন আমার ইউনিয়নের দুর্যোগ মোকাবেলায় কার্যকরী একটি পদক্ষেপ গ্রহণ করে । গেটকা প্রকল্প চালুর জন্য এনএসএস ও ওয়েব ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধ যুব প্রতিনিধি, প্রান্তিক জনগোষ্ঠী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত সভা শেষে একটি ২৫ সদস্য বিশিষ্ট লোকমোর্চা কমিটি গঠন করা হয়। উক্ত সভায় চেয়ারপারসন নির্বাচিত হন কাউসার হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন সোহেল হাওলাদার। সমাপনী বক্তব্যে কাওসার হোসেন বলেন এই কমিটির মাধ্যমে অত্র এলাকার নারীর ক্ষমতায়ন, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন হবে।