বুধবার (৯ জুন) সকালে লালমোহন পৌরসভার হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন লোকাল গভর্নমেন্ট কোভিড ১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) এর মাধ্যমে লোকাল উদ্যতি পরিকল্পনা (এলপিপি) প্রণয়নের লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ও লালমোহন পৌরসভার প্রশাসক মোঃ শাহ আজিজ, নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার, পৌর নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন, সহকারী প্রকৌশলী মোঃ কামাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, বাজার পরিদর্শক আফসার হাওলাদার, প্রকল্পের ট্রেইনার মোঃ ইব্রাহীম, জুনিয়র ট্রেইনার মোঃ সবুর, মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অংশীজনদের মাঝে উপস্থিত ছিলেন,লালমোহন উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও প্রেসক্লাব আহবায়ক সোহেল আজিজ শাহিন, ডাঃ আজহার উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ জহিরুল হক, লালমোহন উপজেলা জাসাস এর সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আজাদুর রহমান প্রমুখ।