আজ ৯ই জুলাই (বুধবার) মিলনপুর বনবিহারে অবস্থানরত ভিক্ষু শ্রামনদের ত্রৈমাসিক বর্ষাবাস উপলক্ষে সকালে বৌদ্ধ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় শুভ আষাঢ়ীপূর্ণিমা।
এই মহতি পুর্ণানুষ্ঠানে বিহারে অধ্যক্ষ শ্রদ্ধাতিষ্য ভিক্ষুর সভাপতিত্বে, ভিক্ষুর স্বশিষ্য উপস্থিত অনুষ্ঠানে আসন গ্রহণ করেন। মিলনপুর বিহারে অর্থ সম্পাদক অপু চাকমার সঞ্চালনায়- স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটিসহ সাম্মাদিটঠি ফাউন্ডেশন সদস্যরা।
এতে ত্রিশরন প্রার্থনাসহ পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ পাঠ করেন -সুপ্রকাশ চাকমা, অনুষ্ঠানে বুদ্ধপুজা, পিন্ডদান, হাজার প্রদীপ দান, অষ্টপরিষ্কার দান, সংঘদানসহ বর্ষাবাসিক চীবর দান সংঘের উদ্দেশ্য নানাবিধ দান করা হয়।
এছাড়াও অনুষ্টানে বিশ্ব জগতে সকল প্রাণী হিতসুখ, মঙ্গল কামনা, দায়ক-দায়িকাদের প্রার্থনায় ধর্ম দেশনায় শ্রদ্ধাতিষ্য ভিক্ষু বুদ্ধের জীবনের ছয়টি মহামূল্যবান ঘটনা কথা তুলে ধরেন। মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ, সিদ্ধার্থের গৃহত্যাগ, মৃগদাবে সারনাথ ধর্মচক্র প্রবর্তন, প্রতিহার্য ঋদ্ধি প্রদর্শন, ধর্মদান ও অভিধর্ম প্রবর্তনের সূচনা, সংযম সাধনার ত্রৈমাসিক বর্ষাবাসের সূচনা।