শনিবার(৫ জুলাই) বিকালে উপজেলার গৌর নিতাই আশ্রম হরিসভা ও শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর মন্দির গোবিন্দবাড়ী সনাতন ঐক্য সংগঠনের উদ্যোগে উল্টো রথ যাত্রা বের হয়। রথযাত্রাটি পৌর শহরের প্রধান সড়কে প্রদক্ষিণ করে পূনরায় জিউর মন্দিরে গিয়ে শেষ হয়।
এতে ইসলামপুর সনাতন ঐক্য সংগঠনের সভাপতি অমিত কুমার দত্ত, সাধারণ সম্পাদক প্রান্ত কুমার বসাক,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের সভাপতি মহাদেব সহ সকল ভক্তবৃন্দ অংশ নেন।
শ্রী শ্রী জগন্নাথ দেবের ধর্মীয় আলোচনা, ভজন কীর্তন, শ্রীমদ্ভাগবত পাঠ ৯ দিন ব্যাপী অনুষ্ঠান উল্টো রথযাত্রা মধ্য দিয়ে শেষ হয়।