শনিবার (৫জুলাই) বিকালে ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ মাঠে অনুষ্ঠিতব্য আলোচনা সভা শেষে ফলদ, বনজ ও ঔষধি গাছের শতাধিক চারা বিতরণ এবং রোপণ করা হয়।
৭নং চরবানী পাকুরিয়া ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মোঃ লাঞ্জু মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক দিদারুল ইসলাম দিদার এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল কবির মঞ্জু।
মেলান্দহ উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ মতিউর রহমান বাবলুর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সালেহীন মাসুদ, ৭নং চরবানী পাকুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য জাকারিয়া আকন্দ, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মফিজ উদ্দিন চিশতি, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির হোসেন জেকেরুল্লাহ, ইউনিয়ন যুবদলের আহবায়ক আতিকুর রহমান বিদ্যুৎ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বর্তমান জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের এই সময়ে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কৃষকদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, পরিবেশ রক্ষায়ও তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে মানুষকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করা এবং সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়।
পরে স্থানীয় কৃষক ও সাধারণ জনগণের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপন করা হয়।