শুক্রবার সকালে স্থানীয় প্রধান সমন্বয়কারী সিদ্দিকুর রহমান শান্তর ব্যবস্থাপনায় নাগরিক উন্নয়ন ফোরাম- লালমোহন ও তজুমদ্দিনের চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুর রহমান খোকা’র সৌজন্যে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড তেগাছিয়া জনদূর্ভোগ প্রতিরোধে কাঁচা রাস্তাটি মেরামত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধলীগৌরনগর ইউনিয়ন সেক্রেটারি কাজী মফিজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাও: ওমর ফারুক, সেক্রেটারি ইলিয়াস মাস্টার, ৪ নং ওয়ার্ড সভাপতি মাও: মোস্তাফিজুর রহমান, করিমুন্নেছা মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক মো. ইব্রাহিম, অত্র এলাকার মো. নাজিম উদ্দিন, শাহ আলমসহ আরও অনেকে।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ জানান, রাস্তা দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে বর্ষাকালে তাদের দুর্ভোগ চরমে পৌঁছায়। স্কুল, কলেজ ও মাদ্রাসা ছাত্র- ছাত্রীদের যাতায়াতে খুব কষ্ট হয়। কাঁদা উপেক্ষা করে প্রয়োজনে তাদের যেতে হয়। বিশেষ করে রোগী নিয়ে পোহাতে হয় চরমদূর্ভোগ। আমরা বিষয়টি নাগরিক উন্নয়ন ফোরামের লালমোহন তজুমদ্দিনের চেয়ারম্যানকে জানালে তিনি দ্রুত সংস্কারের ব্যবস্থা করেন। রাস্তাটি মেরামত হওয়ায় এলাকাবাসী নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।