২৮ জুন (শনিবার) বিকালে মেলান্দহ অডিটোরিয়াম চত্বরে অনুষ্ঠিত স্মরণ সভায় জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আলহাজ্ব ইন্জিনিয়ার মোঃ দৌলতুজ্জামান আনছারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও জাসাস এর সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ রেজাবুদ্দৌলা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর ৩ আসনের সাবেক এমপি মরহুম আবুল হোসেনের পুত্র
কর্ণেল (অবঃ) রফিকুল হান্নান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য
এডভোকেট আমন ফেরদৌস।
মেলান্দহ উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান মিস্টারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও আনিস স্মৃতি সংসদের আহ্বায়ক, সাংবাদিক আজম খান।
এছাড়াও বক্তব্য রাখেন মেলান্দহ পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ও আনিস স্মৃতি সংসদের সদস্য সচিব রেজাউল করিম রেজা, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রওশন আলম তালুকদার রন্জু, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, উপজেলা বাসদ এর আহ্বায়ক আলমগীর শাহজাহান প্রমুখ।
বক্তারা মরহুম আনিসুর রহমান আনিসের আত্মজীবনী স্মৃতিচারণে বক্তব্য রাখেন।