
জামালপুরের মাদারগঞ্জে একসেলারেটেড এডুকেশন বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্রবর রবিবার সকাল ১০ টায় মাদারগঞ্জ উপজেলা পরিষদ (যমুনা) সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুল আমিন, সহকারী শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া, মাজেদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, গুনারীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ নেওয়াজ, গাবের গ্রাম শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহব্বত হোসেন এরশাদ, ৪ নং বালিজুড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান মিষ্টার প্রমূখ।
ব্র্যাক শিক্ষা কর্মসূচি জামালপুর এর বিভাগীয় ব্যবস্থাপক আমেনা আক্তার এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অর্গানাইজার জাকির হোসেনের সঞ্চালনায় ব্রাক শিক্ষা কার্যক্রমের ভিডিও প্রদর্শনী উপস্থাপনা করেন ব্র্যাক শিক্ষা কর্মসূচি উপজেলা ব্যবস্থাপক পঙ্কজ কুমার সরকার।
ইএমডিসি ব্র্যাক শিক্ষা কর্মসূচী কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে
অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক ও ব্র্যাক শিক্ষা কর্মসূচীর দায়িত্বরত কর্মকর্তা/কর্মচারীবৃন্দ এবং শিশু শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন