
দুবাইয়ের কর্মরত অবস্থায় জামালপুরের মাদারগঞ্জের যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। সে মাদারগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড গাবের গাম এলাকার বাঘা মন্ডল এর ছেলে আনোয়ার হোসেন (৩৩)।
পরিবার সূত্রে জানা গেছে দুবাইয়ে কোম্পানিতে কাজ করা অবস্থায় মেরামত কাজের সরঞ্জামাদি তার ওপর পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ৩ ই ডিসেম্বর/২০২৫ বাংলাদেশ সময় রাত আনুমানিক ১২ টায় তার মৃত্যুর ঘটনা ঘটে। গ্রামের বাড়ীতে স্ত্রী তার প্রবাসী স্বামীর মৃত্যু সংবাদ পেয়ে অজ্ঞান হয়ে পড়ে তৎক্ষনাৎ মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্বজনরা।
সুস্থ হয়ে শুক্রবার সকালে বাড়ী ফিরে প্রবাসীর স্ত্রী। ১ বছর ১০ মাস হয়ে গেছে আর মাত্র ২ মাস পরেই দেশে ফেরার কথা ছিল প্রবাসী আনোয়ারের। বাড়ীতে তার মা,বাবা,স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেলেন। তার এ মৃত্যুর সংবাদে পরিবার ও আত্মীয় স্বজনদের বাড়ীতে শোকের ছায়া।
মন্তব্য করুন