
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ও পরিবার কল্যাণ সহকারী (FWA) কর্মীদের সংগঠনের উদ্যোগে নিয়োগ বিধি ২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবিতে মেলান্দহে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) পরিবার কল্যাণ কর্মীদের অধিকার আদায় পরিষদের আহবানে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালনকালে বক্তব্য দেন, জামালপুর জেলার পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সাংগঠনিক সম্পাদক এফপিআই মন্জুরুল ইসলাম, মেলান্দহ পরিবার পরিকল্পনা কার্যালয়ের এফপিআই আরিফুর রহমান, এফপিআই আকরামুজ্জামান, এফডব্লিওভি তাহমিনা চৌধুরী ও এফডব্লিওএ দিলশাদ জাহান।
কর্মসূচি পালনকালে বক্তারা অভিযোগ করে বলেন, মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনার ২৪/৭ সেবা, জরুরি সহায়তা, সচেতনতা কার্যক্রম ও মাতৃস্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও কর্মীদের পদোন্নতি, পদসংস্কার ও গ্রেড নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা চলছে। নিয়োগ বিধি প্রকাশের পর দুই বছর পেরিয়ে গেলেও বাস্তবায়ন না হওয়ায় কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।
তাঁরা চার দফা দাবি উল্লেখ করে বলেন, নিয়োগ বিধির দ্রুত বাস্তবায়ন, সঠিক এমআইএস তথ্য হালনাগাদ করণ, জেলা-উপজেলায় নির্দেশনা কার্যকর এবং কর্মপরিবেশ-নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তাদের এই দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও জানিয়েছেন তাঁরা।
মন্তব্য করুন