গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামে মরহুম এম.এ কাইয়ুম মন্ডল গণকবরস্থান উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) গুডসেক চত্বরে গণকবরস্থানের সভাপতি আনোয়ারুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উদ্বোধন করেন ৪ নং জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান শুভ (কাওছার মন্ডল)।
অনুষ্ঠানে উপস্থিত থেকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রাম উন্নয়ন ও দুস্থ সেবা কেন্দ্র গুডসেক এর সভাপতি মামুন মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম মিয়া, ইউপি সদস্য আমিনুর রহমান, সাবেক ইউপি সদস্য আঃ মুত্তালিব ফকির, সমাজসেবক খন্দকার ডা: মোস্তাফিজার রহমান, প্রধান শিক্ষক তাজুল ইসলাম সরকার, তোতা ফকির প্রমুখ।
গুডসেক এর সভাপতি মামুন মন্ডল বলেন- আমাদের দীর্ঘদিনের স্বপ্ন একটি গণকবরস্থান নির্মাণ করা। তাই আজকে ৪৭ শতাংশ জমি গুডসেকএর পক্ষ থেকে গণ কবরস্থানের নামে ওয়াকফ করে দেয়া হল। এসময় আরো উপস্থিত ছিলেন - খন্দকার ডাঃ আব্দুস সোবহান, সাহাবউদ্দিন মন্ডল, আলামিন প্রামাণিক, তাজুল সরকার, আব্দুর রশিদ, মেস্তার ফকির, ফুল মিয়া, মমিনুর রহমান প্রমুখ।