কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে জামালপুরের মেলান্দহে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের আহবানে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্তরে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
কর্মসূচি পালনকালে বক্তব্য দেন, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারি ইন্সপেক্টর রাবেয়া বেগম, মেডিকেল টেকনোলজিস্ট আব্দুল হামিদ, প্রদীপ বিশ্বাস, সোলায়মান, সাখাওয়াত হোসেন, ফার্মাসিস্ট আবু তালেব, আসাদুজ্জামান ও শহিদুল ইসলাম।
১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্টসহ স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী পেশাজীবীরা বৈষম্যের শিকার হচ্ছেন। স্বাস্থ্যসেবা ব্যবস্থার মূল স্তম্ভে থাকা এসব পেশাজীবীরা রোগ নির্ণয়, চিকিৎসা, ক্যান্সার চিকিৎসা, ফার্মাসি সেবা, ল্যাব ব্যবস্থাপনা, রেডিওলজি, ফিজিওথেরাপি, আইসিইউসহ বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করলেও এখনো ১০ম গ্রেড বাস্তবায়ন হয়নি।
তাদের দাবি পেশাগত মর্যাদা, নিয়োগবিধি, পদোন্নতি, সমন্বয়হীনতা দূরীকরণ এবং ১০ম গ্রেড বাস্তবায়ন দ্রুত নিশ্চিত করতে হবে। তারা উল্লেখ করেন, ২০১৮ সালের নিয়োগবিধি, ১৯৮১ সালের পে-স্কেল এবং সময়োপযোগী গ্রেড বাস্তবায়নের বিষয়ে বহুবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলেও পদক্ষেপ নেওয়া হয়নি।
কর্মবিরতি পালন কালে বক্তারা বলেন, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চললেও তাদের ন্যায্য দাবি বহু বছর ধরে উপেক্ষিত হচ্ছে। তাদের এই দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন এবং কর্মসূচি অব্যাহত রাখবেন বলেও জানিয়েছেন তাঁরা।