জামালপুরের মাদারগঞ্জে মানবিক উন্নয়ন ভাবনা ‘মোভ’-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে “মাদারগঞ্জ ম্যারাথন–২০২৫।
৮ নভেম্বর (শনিবার) সকালে ম্যারাথনটি উপজেলার আশেক মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে বালিজুড়ী শহর প্রদক্ষিণ করে উপজেলা হাওয়াই রোড চত্বর হয়ে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৬০০ জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবিক উন্নয়ন ভাবনা (মোভ)-এর সমন্বয়কারী এনামুল হক রিপন খান। ম্যারাথনের উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া,মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ, উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, সহকারী পুলিশ সুপার (অব.) জাহাঙ্গীর আলম স্বপন, মাদারগঞ্জ পাইলট হাইস্কুল সভাপতি আলহাজ মাসুদ খান, সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন তালুকদার লেমন, পৌর জামায়াতের আমির আতিকুর রহমান সেলিম, মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব, আশেক মাহমুদ পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক ইমামুর রশিদ বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান শিবলুল বারী রাজু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক এবং মাদারগঞ্জ ম্যারাথন সমন্বয়কারী রাশেদুল ইসলাম লিটনসহ অনেকে।
শেষে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, “আলোকিত সমাজের দিশা সন্ধান ও সৃজনশীল কাজে সম্পৃক্ততাই আমাদের মূল লক্ষ্য।”