জামালপুর মেলান্দহ উপজেলার ৮নং ফুলকোচা ইউনিয়ন পরিষদে মাল্টি স্টেকহোল্ডারস প্ল্যাটফর্ম (এমএসপি) গঠন ও পরিকল্পনা প্রণয়নসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৫ নভেম্বর ২০২৫) ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে ফুলকোচা ইউনিয়ন পরিষদ।
এই পরিকল্পনা প্রণয়ন সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও উন্নয়ন সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা।
এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে পুষ্টি উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অংশীদারিত্বমূলক কার্যক্রমের রূপরেখা নির্ধারণ করা হয়।
অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করে গ্রোবাল এলায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN), ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (CALL) এবং উন্নয়ন সংঘ। উদ্যোগটির আর্থিক সহায়তা প্রদান করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং সুইজারল্যান্ড সরকার।
সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের গুরুত্ব তুলে ধরে বলেন, এমএসপি গঠন স্থানীয় উন্নয়ন ও জনস্বার্থমূলক কর্মকাণ্ডে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।