জামালপুরে মেলান্দহ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে গম, সরিষা, পেঁয়াজ, মসুর ডাল ও চিনাবাদাম আবাদ বৃদ্ধির লক্ষ্যে ৫ হাজার ৬৫০ জন প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন -মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার এস এম আলমগীর ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ , উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফাহমিদা ফারজানা সেতু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুকুমার চন্দ্র দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা আশিকুর রহমান , এসএপিপিও মোঃ আতিকুজ্জামান, কৃষি উপসহকারী কর্মকর্তা কামরুল হাসান, রাকিবুল ইসলাম ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুর রউফ বলেন, “বিনামূল্যে বীজ ও সার সহায়তা কৃষকদের উৎসাহিত করবে এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।” তিনি আরও বলেন, সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে।
এ অর্থ বছর সরিষা ৫৩০০, গম২৫০, মসুর ডাল ৪০, পেঁয়াজ ৩০ ও চিনাবাদাম ৩০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হবে।